Duration 3:7

Golpo (গল্প ) | GR Tanmoy | Bangla Rap Song 2020 | Official Audio

659 271 watched
0
17.8 K
Published 18 Jul 2020

Golpo (গল্প ) | GR Tanmoy | New Bangla Rap Song 2020 | Official Audio Artist:GR Tanmoy Music Producer: GR Tanmoy Mixing & Mastering : GR Tanmoy Follow GR Tanmoy on facebook - https://www.facebook.com/grtanmoyreall Facebook page - https://www.facebook.com/GRTanmoy/ Instagram - https://www.instagram.com/gr_tanmoy/ GFX : Fahad Ahmed Tushar Facebook ID: https://www.facebook.com/fahad.tushar.50 Audio Specturm & Lyrical Video: Radowan Talukdar Facebook ID: https://www.facebook.com/radoan.1810 LYRICS: 1st Verse: গল্পটা বলি আজ তুমি মন দিয়ে শোনো এই গল্পটা হয়তো শোনো নি কখনো যা বলবো কাহিনী তা তো দুই চোখে দেখা সব সত্য ঘটনা নিয়ে এই গান লেখা দেশের জনগন ই খারাপ তুমি আমি বাকি সবাই অপরাধ দেখে চুপ এটা বিবেকেরি জবাই কোনো মিথ্যা তো নয় বর্তমানেরি Scene Crime চলছে সমাজে এই দেশে প্রতিদিন চাকরিটা নিতে ঘুষ পেশা ঘুষ নেওয়া হবে ঘুষ দেওতা নেওয়া এই দেশে বন্ধ কি হবে? ধর্ষন লুটপাট প্রতিদিন দেশে চলে সত্যটা চাপা পরে মিথ্যে খবরে বলে মাদকতা ছেলে মেয়ে কোনো টাই ভাবছেনা পরিবার ধংসের পথে কেউ ভাবছে না মৃত্যু স্তুপে কেনো আজ মানুষ হাজারো শান্তি টা চাই আমি বলছি আবারো Chorus: এই মানচিত্রে কোনো দাগ আমি চাই না আমি সত্যি টা বলি মিথ্যে টা কে ছরাই না আমি সাধীনতা চাই কেনো নিয়ে বুকে ক্ষত এই নষ্ট সমাজে করবো না মাথা নত এই মানচিত্রে কোনো দাগ আমি চাই না আমি সত্যি টা বলি মিথ্যে টা কে ছরাই না আমি সাধীনতা চাই কেনো নিয়ে বুকে ক্ষত এই নষ্ট সমাজে করবো না মাথা নত 2nd Verse: সব নেতা সেলফি তে তারা সেবা করে কম কালো টাকা বাড়ি নিয়ে তারা করতাছে হজম মহামারী তেও কিছু লোক চাল চোর বটে এই দেশেই কি শুধু এই সব কিছু ঘটে Murder হয় কেনো লোকালয় পরিবেশে রোহিঙ্গারা কেনো এলো ইয়াবা নিয়ে এই দেশে সোসিয়াল মিডিয়া টা যেনো পন্ডিতে ভরা রাজ পথ নয় ঘরে বসে প্রতিবাদ করা রানা প্লাজা থেকে শুরু যতো অপরাধ বলেন ট্রেন্ড Follow করে facebook এ Share টা করেন অপদার্থ রা লুডু খেলে সময় করে পারি Tik tok প্রতিবন্ধী দের এক মহামারী তনু নাকি খাদিজা নুসরাত কতো নাম তারা পাবে কি বিচাত মৃত্যুর দিবে দাম সুন্দর বন কেটে বিদ্যুৎ চাইনা আমি অনেকি তো ছিলো বলার আজ এখানেই থামি Chorus: এই মানচিত্রে কোনো দাগ আমি চাই না আমি সত্যি টা বলি মিথ্যে টা কে ছরাই না আমি সাধীনতা চাই কেনো নিয়ে বুকে ক্ষত এই নষ্ট সমাজে করবো না মাথা নত এই মানচিত্রে কোনো দাগ আমি চাই না আমি সত্যি টা বলি মিথ্যে টা কে ছরাই না আমি সাধীনতা চাই কেনো নিয়ে বুকে ক্ষত এই নষ্ট সমাজে করবো না মাথা নত

Category

Show more

Comments - 852